দেশে করোনা ভাইরাস সংক্রামনের কারণে সরকার ঘোষিত ছুটির নির্দেশনা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সরকারী নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে কোন-কোন সংগঠন, সংস্থার নামে শশরীরে উপস্থিত থেকে সভা সমাবেশ করছে। যা সকলের জন্যই স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। দেশের এই সংকটকালীন মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আরোপিত বিধিনিষেধ তথা সরকারের ঘোষিত নির্দেশনা পরিপন্থী এমন কার্যক্রম না করার জন্য আহব্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার দুপুরে প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী নির্দেশনা উপেক্ষা করে প্রায়ই কোন-কোন সংগঠন, সংস্থার নামে শ-শরীরে উপস্থিত থেকে সভা সমাবেশ করছে। যা বিশ্ববিদ্যালয় তথা রাজশাহী বাসীর জন্য হুমকিস্বরূপ। সেজন্য সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশনা সমূহ অনুসরণ করতে হবে।
যদি কেও বা কোন সংগঠন নির্দেশনা পরিপন্থি কোন কাজ করে তবে এর দায়ভার ব্যক্তি,সংগঠনের উপার বর্তাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে সরকার ঘোষিত ছুটির নির্দেশনা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ২৮মে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নীতিমালা অনুসরণ পূর্বক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ নূন্যতম জনবল নিয়ে সীমিত পরিসরে ১ জুন থেকে খোলা রাখা হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীসহ বহিরাগত ও দর্শনার্থীদের প্রবেশে বাঁধা নিষেদ রয়েছে
বিজনেস বাংলাদেশ/ এ আর


























