কন্যা, নাতি ও বাসার কেয়ারটেকারসহ পরিবারের মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। শনিবার (১১জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, উপাচার্য, ওঁনার কন্যা, নাতিসহ পাঁচজন এবং বাসার দুইজন কেয়ারটেকারসহ মোট সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার চবি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে সকলে শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বর্তমানে নিজ বাংলোতে অবস্থান করছেন এবং সেখান থেকেই ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ক্যাম্পাসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ জুলাই থেকে সপ্তাহ ১৪ দিনের জন্য লকডাউন করা হয় বিশ্ববিদ্যালয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























