০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ময়মনসিংহে একমাস পর সর্বনিম্ন ১৮৩ টি নমুনা পরীক্ষা

ময়মনসিংহে গত (১৭ জুন) মেডিকেল কলেজের ল্যাবে কারিগরি ত্রুটি ও টেষ্ট কীট না থাকার কারনে কোনো নমুনা পরীক্ষা হয়নি,কোন রিপোর্টও প্রদান করা হয়নি। এরপর গত (১৯ জুন) থেকে আবার নমুনা পরীক্ষা শুরু হয়। ঐ দিন করোনাভাইরাসে অাক্রান্ত হয়ে একদিনেই পাঁচজনের মৃত্যু হয়।

তখন নান্দাইলের পাচরোকি ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মুরসালিন (২০) করোনা পজেটিভ নিয়ে স্থানীয় এস.কে হাসপাতালে (১৮ জুন) সন্ধ্যা ৭টায় ভর্তি হয়। পরে (১৯ জুন) ভোর ৫টায় মাত্র দশ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন। তখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ছিলো ১৪ জন।

ঐদিনই ময়মনসিংহের কালিবাড়ী এলাকার জালাল উদ্দিন (৭৫) করোনার উপসর্গ নিয়ে এস.কে হাসপাতালে সকাল সাড়ে ৫ টায় ভর্তি হয়ে সকাল এগারোটা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

এরপর একই তারিখে বিকাল সাড়ে ৫টায় ত্রিশাল বৈলরের নাজমা (২০) নামে করোনায় অারো একজনের মৃত্যু হয়। তিনি এস.কে হাসপাতালে (১৪ জুন) ভর্তি হয়েছিল।

একঘন্টা যেতে না যেতেই সন্ধ্যা ৭ টায় করোনায় অাক্রান্ত হয়ে আবুল কাশেম (৬৫) নামে অারো একজনের মৃত্যু হয়। এর অাগে তার (২জুন) করোনা পজেটিভ হয়। পরে তিনি ফুলপুর কলেজ গেইট নিজ বাড়ি হোম আইলোলেশনে ছিলেন।

এরপর করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এস.কে হাসপাতালে (১৮জুন) ভর্তি হয়ে (১৯জুন) রাত সাড়ে ৮টায় নেত্রকোনা কেন্দুয়ার আবদুল হামিদ (৭০) নামে অারো একজনের মৃত্যু হয়। ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

একই তারিখে অর্থাৎ (১৯জুন) দুই ধাপে মাত্র ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪ জনের করোনা পজেটিভ অাসে। এরপর অারো ৭৪টি নমুনা পরিক্ষায় তখন একজনেরও করোনা শনাক্ত হয়নি। তখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছিল ১২০৮ জনের। মৃত্যুর সংখ্যা ছিল মোট ১৬ জন।

এরপর (২০জুন) ল্যাবে বেশী নমুনা পরীক্ষা করা হয়। অর্থাৎ ৭৫২টি নমুনা পরীক্ষা ১৫৮ জনের পজেটিভ অাসে। অার শুধু ময়মনসিংহ জেলায় ৪২৩টি নমুনা পরিক্ষায় ১০৭জনের করোনা শনাক্ত হয়। তখন পর্যন্ত জেলাতে মোট করোনা পজিটিভ ছিল ১৩১৫ জনের।

কিন্তু লক্ষ্যনীয় ২০জুনের পর থেকে শনিবার ১১জুলাই সর্বনিম্ন ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। যেখানে গতকাল (১০জুলাই) ল্যাবে ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরিক্ষায় ৪৬ জনের করোনা পজেটিভ হয় এবং জেলাতে ২৪৪টি নমুনা পরীক্ষায় ৩৭জন করোনা শনাক্ত হয়।

সবশেষ শনিবার (১১ জুলাই) মাত্র ১৮৩টি নমুনা পরিক্ষায় ২১জনের করোনা পজেটিভ অাসে।উপরের তথ্যানুসারে ২০জুনের পর থেকে শনিবার ১১জুলাই সর্বনিম্ন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শনিবার ময়মনসিংহ জেলায় ১১৮টি নমুনা পরীক্ষায় নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিটি কর্পোরেশন ও সদরে ১৫ জন, ঈশ্বরগঞ্জে ১জন।

সিভিল সার্জন ডা.এবিএম মসিউল অালম জানান, এ পর্যন্ত ময়মনসিংহে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২শ’ জনের। অাজ একদিনে সুস্থ হয়েছে ৯৪জন। এরমধ্যে সিটি কর্পোরেশনে ৮৪জন, হালুয়াঘাটে ৬জন, ফুলবাড়ীয়ায় ২জন, ধোবাউড়ায় ১জন ও ফুলপুরে ১জন। এপর্যন্ত জেলাতে সুস্থ হয়েছেন ১৬৪৪ জন।বর্তমান করোনা রোগীর সংখ্যা ৫৩২জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি অাছেন ২৭জন, হোম আইশোলেশনে ৪৯৫জন,ঢাকাতে রেফার্ড অাছেন ১০জন। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ময়মনসিংহে একমাস পর সর্বনিম্ন ১৮৩ টি নমুনা পরীক্ষা

প্রকাশিত : ০৬:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

ময়মনসিংহে গত (১৭ জুন) মেডিকেল কলেজের ল্যাবে কারিগরি ত্রুটি ও টেষ্ট কীট না থাকার কারনে কোনো নমুনা পরীক্ষা হয়নি,কোন রিপোর্টও প্রদান করা হয়নি। এরপর গত (১৯ জুন) থেকে আবার নমুনা পরীক্ষা শুরু হয়। ঐ দিন করোনাভাইরাসে অাক্রান্ত হয়ে একদিনেই পাঁচজনের মৃত্যু হয়।

তখন নান্দাইলের পাচরোকি ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মুরসালিন (২০) করোনা পজেটিভ নিয়ে স্থানীয় এস.কে হাসপাতালে (১৮ জুন) সন্ধ্যা ৭টায় ভর্তি হয়। পরে (১৯ জুন) ভোর ৫টায় মাত্র দশ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন। তখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ছিলো ১৪ জন।

ঐদিনই ময়মনসিংহের কালিবাড়ী এলাকার জালাল উদ্দিন (৭৫) করোনার উপসর্গ নিয়ে এস.কে হাসপাতালে সকাল সাড়ে ৫ টায় ভর্তি হয়ে সকাল এগারোটা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

এরপর একই তারিখে বিকাল সাড়ে ৫টায় ত্রিশাল বৈলরের নাজমা (২০) নামে করোনায় অারো একজনের মৃত্যু হয়। তিনি এস.কে হাসপাতালে (১৪ জুন) ভর্তি হয়েছিল।

একঘন্টা যেতে না যেতেই সন্ধ্যা ৭ টায় করোনায় অাক্রান্ত হয়ে আবুল কাশেম (৬৫) নামে অারো একজনের মৃত্যু হয়। এর অাগে তার (২জুন) করোনা পজেটিভ হয়। পরে তিনি ফুলপুর কলেজ গেইট নিজ বাড়ি হোম আইলোলেশনে ছিলেন।

এরপর করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এস.কে হাসপাতালে (১৮জুন) ভর্তি হয়ে (১৯জুন) রাত সাড়ে ৮টায় নেত্রকোনা কেন্দুয়ার আবদুল হামিদ (৭০) নামে অারো একজনের মৃত্যু হয়। ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

একই তারিখে অর্থাৎ (১৯জুন) দুই ধাপে মাত্র ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪ জনের করোনা পজেটিভ অাসে। এরপর অারো ৭৪টি নমুনা পরিক্ষায় তখন একজনেরও করোনা শনাক্ত হয়নি। তখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছিল ১২০৮ জনের। মৃত্যুর সংখ্যা ছিল মোট ১৬ জন।

এরপর (২০জুন) ল্যাবে বেশী নমুনা পরীক্ষা করা হয়। অর্থাৎ ৭৫২টি নমুনা পরীক্ষা ১৫৮ জনের পজেটিভ অাসে। অার শুধু ময়মনসিংহ জেলায় ৪২৩টি নমুনা পরিক্ষায় ১০৭জনের করোনা শনাক্ত হয়। তখন পর্যন্ত জেলাতে মোট করোনা পজিটিভ ছিল ১৩১৫ জনের।

কিন্তু লক্ষ্যনীয় ২০জুনের পর থেকে শনিবার ১১জুলাই সর্বনিম্ন ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। যেখানে গতকাল (১০জুলাই) ল্যাবে ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরিক্ষায় ৪৬ জনের করোনা পজেটিভ হয় এবং জেলাতে ২৪৪টি নমুনা পরীক্ষায় ৩৭জন করোনা শনাক্ত হয়।

সবশেষ শনিবার (১১ জুলাই) মাত্র ১৮৩টি নমুনা পরিক্ষায় ২১জনের করোনা পজেটিভ অাসে।উপরের তথ্যানুসারে ২০জুনের পর থেকে শনিবার ১১জুলাই সর্বনিম্ন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শনিবার ময়মনসিংহ জেলায় ১১৮টি নমুনা পরীক্ষায় নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিটি কর্পোরেশন ও সদরে ১৫ জন, ঈশ্বরগঞ্জে ১জন।

সিভিল সার্জন ডা.এবিএম মসিউল অালম জানান, এ পর্যন্ত ময়মনসিংহে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২শ’ জনের। অাজ একদিনে সুস্থ হয়েছে ৯৪জন। এরমধ্যে সিটি কর্পোরেশনে ৮৪জন, হালুয়াঘাটে ৬জন, ফুলবাড়ীয়ায় ২জন, ধোবাউড়ায় ১জন ও ফুলপুরে ১জন। এপর্যন্ত জেলাতে সুস্থ হয়েছেন ১৬৪৪ জন।বর্তমান করোনা রোগীর সংখ্যা ৫৩২জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি অাছেন ২৭জন, হোম আইশোলেশনে ৪৯৫জন,ঢাকাতে রেফার্ড অাছেন ১০জন। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ