০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

যৌতুকের দাবীতে স্রীকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছিল স্বামী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের দাবি মিটাতে না পেরে স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার পর ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের বাখড়িপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে পোশাক কারখানার সুপার ভাইজার হিসেবে কর্মরত জাহাঙ্গীর আলমের (৩৫) বিয়ে হয় স্মৃতি আক্তারের (২৫) সাথে। স্মৃতি আক্তার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরাইল গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্মৃতির ওপর চলে শারীরিক অত্যাচার ও নির্যাতন। এ অবস্থায় স্মৃতি তার বাবার কাছ থেকে কয়েক দফায় এক লাখ বিশ হাজার টাকা এনে দেয়। এতেও স্বামী জাহাঙ্গীরের চাহিদা পূরণ হয়নি। কিছু দিন যেতে না যেতেই ফের যৌতুকের দাবিতে আবারও নির্যাতন শুরু করে এবং দুই লাখ টাকা না দিলে স্মৃতিকে তালাক দেওয়ার হুমকী দেয় স্বামী জাহাঙ্গীর।

এই অবস্থায় শুক্রবার (১০ জুলাই) স্মৃতি তার স্বামীকে জানায়, তাঁর বাবার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হবে না। স্ত্রীর এমন কথায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর রড দিয়ে পিটিয়ে স্মৃতির ডান পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় স্মৃতির আর্তচিৎকারে প্রতিবেশিরা গিয়ে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিয়ে রাতেই ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর মামলাটি নথিভুক্ত করা হয়।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর এলাকা থেকে আটক করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, গৃহবধূকে অকথ্য নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

যৌতুকের দাবীতে স্রীকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছিল স্বামী

প্রকাশিত : ০৮:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের দাবি মিটাতে না পেরে স্বামীর হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার পর ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের বাখড়িপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে পোশাক কারখানার সুপার ভাইজার হিসেবে কর্মরত জাহাঙ্গীর আলমের (৩৫) বিয়ে হয় স্মৃতি আক্তারের (২৫) সাথে। স্মৃতি আক্তার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরাইল গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্মৃতির ওপর চলে শারীরিক অত্যাচার ও নির্যাতন। এ অবস্থায় স্মৃতি তার বাবার কাছ থেকে কয়েক দফায় এক লাখ বিশ হাজার টাকা এনে দেয়। এতেও স্বামী জাহাঙ্গীরের চাহিদা পূরণ হয়নি। কিছু দিন যেতে না যেতেই ফের যৌতুকের দাবিতে আবারও নির্যাতন শুরু করে এবং দুই লাখ টাকা না দিলে স্মৃতিকে তালাক দেওয়ার হুমকী দেয় স্বামী জাহাঙ্গীর।

এই অবস্থায় শুক্রবার (১০ জুলাই) স্মৃতি তার স্বামীকে জানায়, তাঁর বাবার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হবে না। স্ত্রীর এমন কথায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর রড দিয়ে পিটিয়ে স্মৃতির ডান পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় স্মৃতির আর্তচিৎকারে প্রতিবেশিরা গিয়ে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিয়ে রাতেই ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর মামলাটি নথিভুক্ত করা হয়।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর এলাকা থেকে আটক করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, গৃহবধূকে অকথ্য নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ