ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৫ম সপ্তাহ হাজার হাজার মানুষের বিক্ষোভ চলছে। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে এ বিক্ষোভ হচ্ছে।
শনিবার রাতে তেল আবিবের রথশিল্ড সড়কে কয়েক হাজার মানুষ “মার্চ অব শেইম” নামে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে নানা স্লোগান দেন।
বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড দেখা যায় যাতে লেখা ছিল “ক্রাইম মিনিস্টার”, “বিশ্বাসঘাতক-ইয়াহু”, “পরজীবী-ইয়াহু”, “দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ চায়”, “নো লেফ্ট, নো রাইট বাট অনেস্ট”।
বিক্ষোভে অংশ নেয়া রনি শেটার্ন নামে এক ব্যক্তি বলেন, “যদিও আমি বিদেশে থাকি তবু এ বিক্ষোভে যোগ দেয়া গুরুত্বপূর্ণ মনে করছি এবং এজন্যই আমি আমার সমর্থন প্রকাশের জন্য মিছিলে যোগ দিয়েছি।” তিনি বলেন, দুর্নীতি হচ্ছে ইসরাইলি রাজনীতির প্রধান সমস্যা যা অবশ্যই দুর করতে হবে। শনিবার রাতে তেল আবিবের মতো একই ধরনের বিক্ষোভ হয়েছে অধিকৃত বায়তুল মুকাদ্দাস, হাইফা ও আফুলা শহরে।
নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এরইমধ্যে আলাদা দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণ এবং বিনিময়ে একটি পত্রিকায় ভালো কভারেজ দেয়ার জন্য পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করে দেয়া। অন্যটি হচ্ছে- জার্মানি থেকে সাবমেরিন কেনার ক্ষেত্রে দুর্নীতি।


























