০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে বিক্ষোভ: নিহত ২

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অশান্ত হয়ে উঠেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইতোমধ্যে বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্কাই নিউজ।

বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সমর্থকদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

২০০৯ সালের পর ইরানের বিপ্লবী সরকারের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। এদিকে বিক্ষোভকে ‘অবৈধ’ দাবি করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেজা রাহমানি ‘অবৈধ সমাগম’ থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছেন।

দেশটির রেভ্যুলশনারি গার্ডের একজন কমান্ডার জানান, বিক্ষোভকারীরা রাজনৈতিক স্লোগান দিচ্ছেন এবং জনগণের সম্পদ পুড়িয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাসাদে গত বৃহস্পতিবার থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার তা অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। যা এখন সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে বিক্ষোভ: নিহত ২

প্রকাশিত : ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অশান্ত হয়ে উঠেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইতোমধ্যে বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্কাই নিউজ।

বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সমর্থকদের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

২০০৯ সালের পর ইরানের বিপ্লবী সরকারের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। এদিকে বিক্ষোভকে ‘অবৈধ’ দাবি করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেজা রাহমানি ‘অবৈধ সমাগম’ থেকে বিরত থাকতে সতর্ক করে দিয়েছেন।

দেশটির রেভ্যুলশনারি গার্ডের একজন কমান্ডার জানান, বিক্ষোভকারীরা রাজনৈতিক স্লোগান দিচ্ছেন এবং জনগণের সম্পদ পুড়িয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাসাদে গত বৃহস্পতিবার থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার তা অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। যা এখন সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।