দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস) এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুলাই)দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সে সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক সমিতি সদস্যবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান ফলের চারা রোপণ করে কর্মসূচি শুভ উদ্বোধন করেন। সে সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, করোনাভাইরাস যদিও আমাদের সব অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়ে দিয়েছে,তবে আমার আশা এর থেকে মুক্তি পাবো এবং আমরা আবারও এগিয়ে যাব। আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা যেমন দরকার, তেমনি দরকার খাদ্য ও পুষ্টি।
এরপরে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























