ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মাইজবাগ-মধুপুর সড়কের দূর্গাপুর হাত ভাঙা বিলের কাছ থেকে একটি ছাগল নিয়ে পালানোর সময় ৩ জন যুবককে ধাওয়া দিয়ে আটক করে জনতা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মগটুলা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এর আগে দুপুরে স্থানীয়রা ছাগলসহ ৩জনকে দৌড় দিয়ে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
স্থানীয়রা জানায়, উপজেলার মগটুলা ইউনিয়নের দূর্গাপুর হাত ভাঙা বিলের কাছ থেকে একটি ছাগল ইজিবাইক দিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবকরা। পরে ছাগলটি তাদের কাছ থেকে উদ্ধার করি। আমরা তখন চিনতে পারি ছাগলটি দূর্গাপুর গ্রামের আতাউর রহমানের।
উপজেলার মগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মামুন বলেন, একটি ছাগলকে রাস্তার পাশ থেকে চুরি করে ৩জন ইজিবাইক দিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে ৩ জনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দিয়ে এসআই তানজিল আল আসাদুজ্জামানের কাছে তুলে দেই।
এসআই তানজিল আল আসাদুজ্জামান বলেন, ছাগল চুরির ঘটনার সত্যতা পেয়ে ৩ যুবককে থানায় আনা হয়েছে। ঈদকে সামনে রেখে চুরির ঘটনা ঘটতে পারে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেসুর রহমান আকন্দ জানান, ছাগলটি দূর্গাপুর গ্রামের আতাউর রহমানের। আটক ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















