০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের ডিসি করোনাভাইরাসে আক্রান্ত

টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউল গনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে জেলায় আরও ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১৫ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন।

জেলায় নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার ২৯ জন, নাগরপুরের দুই, মির্জাপুরের তিনজন, বাসাইলের সাতজন, কালিহাতীর সাতজন, ভূঞাপুরের একজন ও ধনবাড়ি উপজেলার তিনজন রয়েছেন। জেলা প্রশাসনের মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৫ জন। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। তারা টাঙ্গাইল করোনা ডেডিকেটেড হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫ হাজার ২৯৬জন।

উল্লেখ্য, গত ৮ জুলাই টাঙ্গাইলের ৩৭তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো.আতাউল গনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলের ডিসি করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত : ০২:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউল গনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে জেলায় আরও ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১৫ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন।

জেলায় নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার ২৯ জন, নাগরপুরের দুই, মির্জাপুরের তিনজন, বাসাইলের সাতজন, কালিহাতীর সাতজন, ভূঞাপুরের একজন ও ধনবাড়ি উপজেলার তিনজন রয়েছেন। জেলা প্রশাসনের মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৫ জন। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। তারা টাঙ্গাইল করোনা ডেডিকেটেড হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫ হাজার ২৯৬জন।

উল্লেখ্য, গত ৮ জুলাই টাঙ্গাইলের ৩৭তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো.আতাউল গনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর