০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ঘনিষ্ঠ ছবি থেকে চুম্বন-দৃশ্য, ‘বিতর্কিত’ সেই রিয়া

অভিনয়ে জগতে প্রবেশ তেলগু সিনেমার হাত ধরে। তেলগু ‘তুনিগা তুনিগা’ ছবিতে অভিনয় করে প্রথম প্রচার পান রিয়া, সালটা ২০১২। পরের বছর ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমায় লিড রোল পান তিনি। সুশান্তের সঙ্গে রিয়ার পরিচয় ২০১২ সালেই। যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন দু’জনেই।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ, বহিরাগতদের স্ট্রাগল নিয়ে অনেক অভিযোগ উঠেছে। কিন্তু সুশান্তের বাবার এফআইআর এবং ইডি তদন্ত শুরুর পর ঘুরে গেল অভিমুখ। এখন সুশান্ত মামলার কেন্দ্রীয় চরিত্র একটিই- রিয়া চক্রবর্তী! বয়ফ্রেন্ড সুশান্তের মৃত্যুর পর যে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন, বছর আঠাশের সেই রিয়া-ই এখন সিবিআইয়ের অভিযুক্ত তালিকার প্রথম নাম!

অভিনয়ে জগতে প্রবেশ তেলগু সিনেমার হাত ধরে। তেলগু ‘তুনিগা তুনিগা’ ছবিতে অভিনয় করে প্রথম প্রচার পান রিয়া, সালটা ২০১২। পরের বছর ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমায় লিড রোল পান তিনি। ‘সোনালি কেবল’ সিনেমায় অভিনয়ের আগেই অবশ্য আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে উঠে আসে রিয়ার নাম। শোনা যায়, আদিত্যের আপত্তিতেই নাকি ‘সোনালি কেবল’ সিনেমায় কোনও ঘনিষ্ঠ দৃশ্য না করার শর্ত দিয়েছিলেন রিয়া। পরে অবশ্য সম্পর্ক বা শর্ত, কোনওটাই টেকেনি। উল্টে, ‘সোনালি কেবল’ সিনেমার বেশ কিছু চুম্বন-দৃশ্য নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

ঘনিষ্ঠ ছবি থেকে চুম্বন-দৃশ্য, ‘বিতর্কিত’ সেই রিয়া

প্রকাশিত : ০৩:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

অভিনয়ে জগতে প্রবেশ তেলগু সিনেমার হাত ধরে। তেলগু ‘তুনিগা তুনিগা’ ছবিতে অভিনয় করে প্রথম প্রচার পান রিয়া, সালটা ২০১২। পরের বছর ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমায় লিড রোল পান তিনি। সুশান্তের সঙ্গে রিয়ার পরিচয় ২০১২ সালেই। যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন দু’জনেই।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ, বহিরাগতদের স্ট্রাগল নিয়ে অনেক অভিযোগ উঠেছে। কিন্তু সুশান্তের বাবার এফআইআর এবং ইডি তদন্ত শুরুর পর ঘুরে গেল অভিমুখ। এখন সুশান্ত মামলার কেন্দ্রীয় চরিত্র একটিই- রিয়া চক্রবর্তী! বয়ফ্রেন্ড সুশান্তের মৃত্যুর পর যে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন, বছর আঠাশের সেই রিয়া-ই এখন সিবিআইয়ের অভিযুক্ত তালিকার প্রথম নাম!

অভিনয়ে জগতে প্রবেশ তেলগু সিনেমার হাত ধরে। তেলগু ‘তুনিগা তুনিগা’ ছবিতে অভিনয় করে প্রথম প্রচার পান রিয়া, সালটা ২০১২। পরের বছর ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমায় লিড রোল পান তিনি। ‘সোনালি কেবল’ সিনেমায় অভিনয়ের আগেই অবশ্য আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে উঠে আসে রিয়ার নাম। শোনা যায়, আদিত্যের আপত্তিতেই নাকি ‘সোনালি কেবল’ সিনেমায় কোনও ঘনিষ্ঠ দৃশ্য না করার শর্ত দিয়েছিলেন রিয়া। পরে অবশ্য সম্পর্ক বা শর্ত, কোনওটাই টেকেনি। উল্টে, ‘সোনালি কেবল’ সিনেমার বেশ কিছু চুম্বন-দৃশ্য নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর