র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ অভিযান চালিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজার থেকে ৬০ লিটার ২৫০ গ্রাম দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তখন মাদক বহনকারী একটি সিএনজি উদ্ধার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে শনিবার (৮ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ বেলা সাড়ে ১১ টার সময় র্যাব-১৪ (সিপিএসসি) আকুয়া বাইপাস ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলার নারান্দিয়া বাজারের খোরশেদ আলমের মুদি দোকানের সামনে থেকে সিএনজিসহ ৬০ লিটার ২৫০ গ্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে৷ যার মূল্য ৩৩ হাজার ৮০০ নব্বই টাকা। গ্রেফতারকৃত ৪ জন হলো- মোহন রবি দাস (২২), চয়ন রবি দাস (১৬), লক্ষী রানী দাস (৩০), মোঃ হুমায়ুন(২২)।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম বলেন, মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় মামলা করেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















