নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে নার্স সেজে এক গৃহবধুকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই ভূয়া নার্স বর্ণা সরকারকে (২৫) আটক করে রাণীনগর থানা পুলিশ সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা গ্রামে ।
আটককত ভূয়া নার্স বর্ণা একই এলাকার ঘোষগ্রামের গোবিন্দ সরকারের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ভূয়া নার্স বর্ণা সরকারকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আতাইকুলা গ্রামের সুপদ পালের বাড়িতে শনিবার দুপুরে বর্ণা সরকার হাতে গ্লাভস, এ্যাপ্রণ এবং মূখে মাস্ক পরে প্রবেশ করেন । এ সময় সুপদ সরকারের স্ত্রীর করোনা আছে জানিয়ে পরীক্ষার কথা বলেন । এ সময় বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে করোনা পরীক্ষার নামে গলা টিপে ধরে হত্যার চেষ্টা করেন বর্ণা। এ সময় গৃহবধু তার হাত থেকে ছুটে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন । ঘটনাস্থল থেকে বর্ণা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে রাণীনগর থানা পুলিশ সোর্পদ করে ।
সুপদ পালের স্ত্রী প্রতিমা রাণী জানান, গত ৭ বছর আগে আমার ভাইয়ের সাথে বর্ণার বিয়ে হয়েছিল । এরপর গত এক বছর আগে মোবাইল ফোনে সম্পর্ক করে বর্ণা স্বামী তালাক দিয়ে রংপুর এলাকায় বিয়ে করে । এরপর থেকে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এরই জ্বর ধরে কৌশলে তাকে হত্যার চেষ্টা চালায়।
রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, এ ঘটনায় সুপদ পাল বাদি হয় শনিবার রাতে মামলা দায়ের করছেন। আটক বর্ণা সরকারকে রবিবার আদালত প্রেরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ