০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

করোনা পরীক্ষার নামে নার্স সেজে গৃহবধুকে হত্যার চেষ্টা, নার্স আটক

বর্ণা সরকার

নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে নার্স সেজে এক গৃহবধুকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই ভূয়া নার্স বর্ণা সরকারকে (২৫) আটক করে রাণীনগর থানা পুলিশ সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা গ্রামে ।
আটককত ভূয়া নার্স বর্ণা একই এলাকার ঘোষগ্রামের গোবিন্দ সরকারের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ভূয়া নার্স বর্ণা সরকারকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আতাইকুলা গ্রামের সুপদ পালের বাড়িতে শনিবার দুপুরে বর্ণা সরকার হাতে গ্লাভস, এ্যাপ্রণ এবং মূখে মাস্ক পরে প্রবেশ করেন । এ সময় সুপদ সরকারের স্ত্রীর করোনা আছে জানিয়ে পরীক্ষার কথা বলেন । এ সময় বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে করোনা পরীক্ষার নামে গলা টিপে ধরে হত্যার চেষ্টা করেন বর্ণা। এ সময় গৃহবধু তার হাত থেকে ছুটে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন । ঘটনাস্থল থেকে বর্ণা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে রাণীনগর থানা পুলিশ সোর্পদ করে ।
সুপদ পালের স্ত্রী প্রতিমা রাণী জানান, গত ৭ বছর আগে আমার ভাইয়ের সাথে বর্ণার বিয়ে হয়েছিল । এরপর গত এক বছর আগে মোবাইল ফোনে সম্পর্ক করে বর্ণা স্বামী তালাক দিয়ে রংপুর এলাকায় বিয়ে করে । এরপর থেকে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এরই জ্বর ধরে কৌশলে তাকে হত্যার চেষ্টা চালায়।
রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, এ ঘটনায় সুপদ পাল বাদি হয় শনিবার রাতে মামলা দায়ের করছেন। আটক বর্ণা সরকারকে রবিবার আদালত প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

করোনা পরীক্ষার নামে নার্স সেজে গৃহবধুকে হত্যার চেষ্টা, নার্স আটক

প্রকাশিত : ০৮:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০

নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে নার্স সেজে এক গৃহবধুকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই ভূয়া নার্স বর্ণা সরকারকে (২৫) আটক করে রাণীনগর থানা পুলিশ সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা গ্রামে ।
আটককত ভূয়া নার্স বর্ণা একই এলাকার ঘোষগ্রামের গোবিন্দ সরকারের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ভূয়া নার্স বর্ণা সরকারকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আতাইকুলা গ্রামের সুপদ পালের বাড়িতে শনিবার দুপুরে বর্ণা সরকার হাতে গ্লাভস, এ্যাপ্রণ এবং মূখে মাস্ক পরে প্রবেশ করেন । এ সময় সুপদ সরকারের স্ত্রীর করোনা আছে জানিয়ে পরীক্ষার কথা বলেন । এ সময় বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে করোনা পরীক্ষার নামে গলা টিপে ধরে হত্যার চেষ্টা করেন বর্ণা। এ সময় গৃহবধু তার হাত থেকে ছুটে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন । ঘটনাস্থল থেকে বর্ণা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে রাণীনগর থানা পুলিশ সোর্পদ করে ।
সুপদ পালের স্ত্রী প্রতিমা রাণী জানান, গত ৭ বছর আগে আমার ভাইয়ের সাথে বর্ণার বিয়ে হয়েছিল । এরপর গত এক বছর আগে মোবাইল ফোনে সম্পর্ক করে বর্ণা স্বামী তালাক দিয়ে রংপুর এলাকায় বিয়ে করে । এরপর থেকে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এরই জ্বর ধরে কৌশলে তাকে হত্যার চেষ্টা চালায়।
রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, এ ঘটনায় সুপদ পাল বাদি হয় শনিবার রাতে মামলা দায়ের করছেন। আটক বর্ণা সরকারকে রবিবার আদালত প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ