দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল মো. হানিফ (২৫) ও মোঃ লালু (৪০)। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাঁটাইলের ফইটামারি গ্রামে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় মাদক ব্যবসায়িরা অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব। পরে উপজেলার এনায়েতপুর বাজার সংলগ্ন গ্রামীণ ও এয়ারটেল টাওয়ারের সামনে থেকে বুধবার (১২ আগষ্ট) রাত পৌনে ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, এরা দীর্ঘদিন যাবত মাদক বেচাকেনার সাথে জড়িত। দুজনকে আটকের সময় তাদের সাথে থাকা এক কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ময়মনসিংহ র্যাব -১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা তারা স্বীকার করেছেন। দুজনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















