ময়মনসিংহের র্যাব-১৪ অভিযান চালিয়ে সাড়ে ৬ লিটার দেশীয় মদ ও মাদক বিক্রির সাড়ে ৫ হাজার টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় দিকে নগরের ছোটবাজার থেকে তাদেরকে গ্রেফতারের করা হয়।
তারা হলেন- সুমন মিয়া (৩০), বিপ্লব সরকার (৪৭), অর্জুন সরকার (৪৮), শহিদ মিয়া (৫৭)। গ্রেফতারকৃত সবাই ময়মনসিংহ সদরের বাসিন্দা।
র্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত দেশের স্থানে মাদক বেচাকেনা করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই বিষয়টি স্বীকার করেছেন। আসামীদের বিরুদ্ধে জেলার কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















