গাজীপুরের টঙ্গীতে মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্ল্যাকমেইল করার অভিযোগে দুই তরুণীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- জসিম উদ্দীন সবুজ, শেখ ফরিদ, নাদিম মাহমুদ রাব্বি, শাহনাজ ও সোনিয়া আক্তার।
টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মণ্ডল জানান, আটকরা মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে কৌশলে ছিনতাই করত। এরপর তরুণীদের মাধ্যমে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে বাড়তি অর্থ হতিয়ে নিত। মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনমালা এলাকার আলী হায়দারের বাসা থেকে এ চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ চক্রের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















