বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরির ঘটনায় প্রকৃত ঘটনা জনসম্মুখে উন্মোচন ও জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বশেমুরবিপ্রবির ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, ফাহাদ সার্জিল, শেখ তারেক ও বাবুল শিকদার বাবু। এসময় তাঁরা বলেন, অতি দ্রুত চুরির ঘটনার আসল রহস্য উদঘাটন এবং প্রকৃত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
তাঁরা আরও বলেন, “আমরা পুলিশ অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দোষ দিচ্ছিনা। কোন ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে একটু সময় লাগে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরেকটু তৎপর হলে এবং পুলিশ একটু দ্রুত গতিতে কাজ করলে চুরির রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে শাস্তি প্রদান করা সম্ভব হবে।”
এসময় তাঁরা দাবি করেন, রেস্টুরেন্ট থেকে যখন কম্পিউটার চুরির ঘটনায় জড়িত শিক্ষার্থীকে আটক করা হয় তখন বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাও ওই শিক্ষার্থীর সাথে রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, কম্পিউটার চুরির ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে যদি সন্দেহজনক কেউ থাকে তাকেও যেনো বাদ দেয়া হয়। এসময় তারা এ ঘটনাসহ ইতিপূর্বে ঘটা কম্পিউটার চুরির ঘটনাসমূহের বিচার নিশ্চিতে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
বশেমুরবিপ্রবির হারিয়ে যাওয়া ৪৯ টি কম্পিউটারের মধ্যে ৩৪ টি উদ্ধার হয়। এখনো উদ্ধার হয়নি ১৫ টি। এ পর্যন্ত মোট সাতজন গ্রেপ্তার হয়েছে যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন, বাকিরা বহিরাগত। এছাড়াও স্থানীয় একজন যুবলীগ নেতার নাম এই ঘটনায় উঠে এসেছে। প্রশ্নের তীর রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের দিকেও। কম্পিউটার চুরির ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন) ড. মো. শাহজাহান এবং গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার সাইদুর রহমান খান।
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে।
বিজনেস বাংলাদেশ / ইমরান


























