নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী আব্দুল মান্নান (৬০) ও স্ত্রী শেফালী বেগম (৫৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপূরে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড়ে এই দুর্ঘটনায় এই নিহত হওয়ায় ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার চকউলি গ্রামের আব্দুল মান্নান এবং তার স্ত্রী শেফালি বেগম।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তারেকুর রহমান জানান, গ্রামের বাড়ি থেকে দুপুরে আব্দুল মান্নান তার স্ত্রী শেফালিকে নিয়ে মোটরসাইকেল যোগে নওগাঁ শহরে যাচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড়ে রাজশাহীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে স্বামী-স্ত্রী গুরুত্বর আহত হন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা ঘটিয়ে দ্রুত ঘাতক ট্রাকটির চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















