অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপ্রা দেবনাথকে পুলিশ আটক করার পরে ল্যাপটপ, হার্ডডিস্ক, পেনড্রাইভসহ বিভিন্ন ডিভাইস নিয়ে যায় রামু থানা পুলিশ।
র্যাবের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রামু থানার হেফাজত থাকা ল্যাপটপ, হার্ডডিস্কসহ ২৯টি ডিভাইস র্যাবের কাছে হস্তান্তরের জন্য ১৯ আগস্ট আদেশ দেন আদালত। এসব ডিভাইস পুলিশের হেফাজতে রাখতে আদালতে আবেদন করে রামু থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হেলাল উদ্দিন পুলিশের এ আবেদনটি খারিজ করে দেন।
র্যাবের সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র জানান, রামু থানায় থাকা নীলিমা রিসোর্ট থেকে পুলিশের জব্দ করা ডিভাইসসহ সকল জিনিসপত্র র্যাবের হেফাজতে নেওয়ার আদেশ বহাল রাখা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















