র ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন। তার বার্সেলোনার ছাড়ার আলোচনাই বেশি শোনা যাচ্ছে। নতুন কোচ রোনাল্ড কোম্যানকে নাকি আর্জেন্টাইন তারকা বলে দিয়েছেন, তার ন্যু ক্যাম্পে থাকার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও বার্সেলোনার নতুন কোচ বলছেন অন্য কথা। বার্সেলোতেই মেসি ক্যারিয়ার শেষ করবেন বলে তার বিশ্বাস।
এবারের মৌসুম ভুলে যেতে চাইবেন মেসি। কিছু তো জিততে পারেনইনি, উল্টো শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের লজ্জায় ডুবতে হয়েছে। দলের ভরাডুবি ও বোর্ডের সঙ্গে বিরোধে মেসি নাকি আর বার্সেলোনায় থাকতে চাইছেন না। দল গোছানোর আগে কোম্যানের জন্য মেসিকে বুঝিয়ে ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
যদিও ডাচ কোচের বিশ্বাস, ন্যু ক্যাম্প ছেড়ে কোথাও যাবেন না ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। মেসির ‘অভিমান’ বুঝতে পারছেন কোম্যান। সবসময় জয়ের জন্য ক্ষুধার্ত আর্জেন্টাইন অধিনায়ক কোনও কিছু জিততে না পারায় অখুশি। সামনে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেটা নিশ্চিত করতেই নতুন পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসির বার্সেলোনা ভবিষ্যৎ নিয়ে কোম্যান বলেছেন, ‘মেসি হলো চ্যাম্পিয়ন, সবসময় জিততে চায়। যখন জিততে পারে না হতাশ হয়। এই জায়গায় আমাকে নিশ্চয়তা দিতে হবে, ওর ভালো লাগার অনুভূতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও ওর ক্যারিয়ার এখানেই (বার্সেলোনা) শেষ করবে। কারণ মেসি হলো বার্সেলোনা এবং বার্সেলোনা হলো মেসি।’
মেসিকে ধরে রাখার সঙ্গে সঠিক খেলোয়াড়কে সঠিক জায়গায় খেলানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছেন নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক কোচ। ফ্রেঙ্কি ডি ইয়ংকে উদাহরণ হিসেবে টেনে তার বক্তব্য, ‘আমার চিন্তা-ভাবনা হলো খেলোয়াড়কে সঠিক জায়গায় খেলানো। যখন আপনি তরুণ খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করবেন, মোটা অঙ্কের অর্থ খরচ করবেন, তখন অবশ্যই আপনাকে তাকে সেই জায়গায় খেলাতে হবে, যেখানে সে ভালো পারফর্ম করে।’
আতোঁয়া গ্রিজমানের কথাও উল্লেখ করেছেন, ‘একই বিষয় আতোঁয়া গ্রিজমানের ক্ষেত্রেও বলবো। সে কিন্তু উইঙ্গার নয়। তাকে সেই জায়গায় খেলাতে হবে যেখানে সে খেলে অভ্যস্ত।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ























