দীর্ঘ পাঁচমাস অতিবাহিত করার পর ক্যাম্পাসে ফিরতে শুরু করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবি,করোনা মহামারীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকায় তাদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।অ্যাকাডেমিক ক্ষতির পাশাপাশি, মানসিক ভাবে ভেঙে পড়ার কথাও জানান তারা।
কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, করোনাতে সবকিছু স্বাভাবিক করে দেওয়া হয়েছে তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষাকার্যক্রম কেন নয়? সবকিছু যেখানে স্বাভাবিক চলছে তাতে বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বাস্হ্যবিধি মেনে ক্লাস করার পদ্ধতি অনুসরণ করা হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক নৃবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী জানান, সারাবছর টিউশন করে চলতে হয়।করোনার সময়ে নিজেকে অাবদ্ধ করে রেখেছি কিন্তু সর্বশেষ কয়েকমাস সারাদেশে স্বাস্হ্যবিধি বলতে কিছু নেই। অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় কাটছে। নিজের মনোবল ও ক্যারিয়ারের জায়গা থেকেই ক্যাম্পাসে ফিরে এসেছি।
জানা যায়,ক্যাম্পাসে ফেরা শিক্ষার্থীদের অনেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসে অবস্হান করছেন। দীর্ঘদিন একঘেয়েমিতার ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে স্বাভাবিক জীবনযাপনকে প্রাধান্য দিচ্ছে। অ্যাকাডেমিক পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠতে ও চাকরির পড়াশোনাকে এগিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখছে বলে জানান তারা।
উল্লেখ্য,করোনা ভাইরাসের কারণে গত ১৮মার্চ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কবে নাগাদ খুলতে পারে সে ব্যাপারে এখনও সুস্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















