মুজিববর্ষের শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যােগে ‘বঙ্গবন্ধু মেধা অন্বেষণ’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় তিনটি ইভেন্টের মধ্যে রয়েছে প্রবন্ধ রচনা, ফটোগ্রাফী এবং কবিতা আবৃত্তি।
গত ১৫ আগস্ট থেকে প্রতিযোগিতায় আবেদনের সময় শুরু হয়ে এবং মঙ্গলবার (২৫ আগস্ট) আবেদন শেষ হয়েছে। ইভেন্টের নিয়মাবলিতে বলা হয়, প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া চাঁদপুরে অবস্থানরত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী, এক্ষেত্রে সর্বনিম্ম লেভেল এসএসসি পাশ এবং কবিতা আবৃত্তিতে অংশগ্রহনকারীর ক্ষেত্রে সর্বনিম্ম লেভেল ষষ্ট শ্রেণী। একজন একাধিক বিভাগে অংশগ্রহন করতে পারবেন।
প্রতিযোগিদের পাঠানো বাছাইকৃত লিখা /ছবি/ কবিতা সংগঠনের পেইজে পাবলিশ করা হবে। এরপরঅনলাইনে ভোটের মাধ্যমে এবং অফলাইনে বিচারকের রায়ে ফলাফল নির্ধারিত হবে। আগামী ৩ সেপ্টেম্বর ফলাফল প্রকাশ করা হবে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে আকর্ষনীয় পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এছাড়াও নির্বাচিত সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হবে।
প্রবন্ধ লেখার নিয়মাবলিতে এর বিষয় হিসেবে রয়েছে প্রকৃতির রাণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, শোকাবহ আগষ্ট এবং ইলিশের বাড়ি চাঁদপুর। সর্বনিম্ম ৫০০ শব্দে লিখতে বলা হয়েছে।
ফটোগ্রাফিতে একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন এবং অবশ্যই নিজের তোলা ছবি দিবেন। ছবি গুলো জমা দেওয়ার সময় রিনেইম করে আমাদেরকে মেইল করতে হবে। এর বিষয় হলো প্রকৃতি, চবি ক্যাম্পাস এবং চাঁদপুর জেলাকে প্রতিনিধিত্ব এমন ছবি। কবিতা যেকোনো বিষয়ের উপর আবৃত্তি করতে পারবেন। কবিতা আবৃত্তি ৩-৫ মিনিটের ভিডিও করে মেইল করতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.facebook.com/193386247737648/posts/899463750463224/
বিজনেস বাংলাদেশ / আতিক




















