০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

মেসিকেই চাই, দুজনকে ছাড়তে রাজি ম্যানচেস্টার সিটি

ক্লাব ফুটবলে বার্সার মেরুন-নীলরঙা জার্সির বাইরে অন্য কোনো জার্সিতে কি মেসিকে দেখা সম্ভব?

কয়েক দিন আগে এই প্রশ্নটা করা হলেও উত্তর হতো, না। কিন্তু ২০২০ সাল এ দিনটাও দেখিয়ে দিচ্ছে ফুটবলপ্রেমীদের। কিছুদিন পর হয়তো বার্সা না, অন্য কোনো ক্লাবের রং গায়ে চড়াবেন মেসি। আর সে দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটিই।

স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক জাভি কাম্পোস এর মধ্যেই জানিয়ে দিয়েছে, সিটিতে যাওয়ার ব্যাপারে পেপ গার্দিওলার সঙ্গে বেশ ক’বার ফোনালাপ করে ফেলেছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলেছেন, মেসি যেতে পারেন সিটিতে। বার্সেলোনার হাঁড়ির খবর বের করে আনার জন্য গত কয়েক বছর ধরে এই বেকলার বেশ বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনিই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা থেকে বার্সেলোনা ছাড়ার খবরটি দিয়েছিলেন।

বেকলার-কাম্পোসদের সুর ধরে কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসিকে নিয়ে বার্সা-সিটির সম্ভাব্য চুক্তিটা কেমন হতে পারে। মেসিকে যদি ফ্রি তে না পাওয়া যায়, তাহলে চুক্তিতে কোন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে সিটি? স্পোর্ত বলছে সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কথা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেসিকেই চাই, দুজনকে ছাড়তে রাজি ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ০৩:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০

ক্লাব ফুটবলে বার্সার মেরুন-নীলরঙা জার্সির বাইরে অন্য কোনো জার্সিতে কি মেসিকে দেখা সম্ভব?

কয়েক দিন আগে এই প্রশ্নটা করা হলেও উত্তর হতো, না। কিন্তু ২০২০ সাল এ দিনটাও দেখিয়ে দিচ্ছে ফুটবলপ্রেমীদের। কিছুদিন পর হয়তো বার্সা না, অন্য কোনো ক্লাবের রং গায়ে চড়াবেন মেসি। আর সে দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটিই।

স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক জাভি কাম্পোস এর মধ্যেই জানিয়ে দিয়েছে, সিটিতে যাওয়ার ব্যাপারে পেপ গার্দিওলার সঙ্গে বেশ ক’বার ফোনালাপ করে ফেলেছেন লিওনেল মেসি। শুধু তাই নয়, এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলেছেন, মেসি যেতে পারেন সিটিতে। বার্সেলোনার হাঁড়ির খবর বের করে আনার জন্য গত কয়েক বছর ধরে এই বেকলার বেশ বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনিই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা থেকে বার্সেলোনা ছাড়ার খবরটি দিয়েছিলেন।

বেকলার-কাম্পোসদের সুর ধরে কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসিকে নিয়ে বার্সা-সিটির সম্ভাব্য চুক্তিটা কেমন হতে পারে। মেসিকে যদি ফ্রি তে না পাওয়া যায়, তাহলে চুক্তিতে কোন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে সিটি? স্পোর্ত বলছে সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কথা।

বিজনেস বাংলাদেশ/ এ আর