১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) International Association of Students in Agricultural and Related Science  Bangladesh (IAAS Bangladesh) এর শাখা কমিটি IAAS Bangladesh BSMRSTU এর প্রথম কমিটির অনুমোদন দিয়েছে ইয়াস বাংলাদেশের (IAAS Bangladesh) কেন্দ্রীয় কমিটি ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবির ২০২০-২১ সেশনের কমিটির অনুমোদন দেয়া হয় । ইয়াস বাংলাদেশের লোকাল কমিটির  নিয়মানুযায়ী তিনটি বোর্ড সাজিয়ে ৩৩ জনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে । বোর্ডগুলোর ক্যাটারি
 যথাক্রমেঃ এক্সিকিউটিভ, কন্ট্রোল ও কোয়ালিটি বোর্ড ।
এক্সিকিউটিভ বোর্ডে মাহমুদুন্নবী সবুজ (প্রেসিডেন্ট), মোঃ মাসুম বিল্লাহ (ভাইস প্রেসিডেন্ট অফ এক্সচেঞ্জ কোওর্ডিনেটর), আব্দুল্লাহ আল ফাহিম (ভাইস প্রেসিডেন্ট অফ কমিউনিকেশন), মোঃ সাগর কাজী (ভাইস প্রেসিডেন্ট এক্সটারনাল রিলেশন) ও মোঃ মোস্তাফিজুর রহমান (ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স) পদে মনোনীত করা হয় ।
কন্ট্রোল বোর্ডে আবু শাহীন (হেড অফ কন্ট্রোল বোর্ড), মহিমা মাহবুব (ফাইন্যান্স অফিসার), মোঃ বাবর আলী ও আব্দুর রহমান’কে মেম্বারশিপ অফিসার হিসেবে মনোনীত করা হয় ।
এছাড়া কোয়ালিটি বোর্ডে মোঃ আমিনুল ইসলাম ও ইশতিয়াক আহমেদ (ডকুমেন্টেশন এসিস্ট্যান্ট),  মোঃ আব্দুল্লাহ আল কাফি ও শাকিল হোসাইন (এসিস্ট্যান্ট অফ এক্সচেঞ্জ কোওর্ডিনেটর), নূর মোহাম্মদ ফারুকী সিয়াম ও মাসুদ মিয়া (কন্টেন্ট ক্রিয়েটর), রিফাত নূর রাব্বি সাগর  ও আর এস মাহমুদ হাসান (এসিস্ট্যান্ট অফ এডিটরিয়াল সেক্রেটারি), মোঃ মাসুকুর রহমান ও আহসান উল্লাহ ( এসিস্ট্যান্ট অফ পার্টনারশিপ বিল্ডিং), মোঃ আল-আমিন ও রাশেদুজ্জামান (এসিস্ট্যান্ট অফ ভিপিসিএম), অচিন্ত বিশ্বাস ও শবনাজ মুসতারি (ইভেন্ট এনালিস্ট), শেফায়েদ নাসেরাত ও সাব্বির হোসেন (ক্রিয়েটিভ এন্ড মিডিয়া টিম), রাকিবুল ইসলাম জিহান ও শাহরিয়ার সজীব (ইন্টার্ন স্টুডেন্টস কোওর্ডিনেটর), সিমান্ত মালাকার ও মোহাম্মদ শামীম (স্টাডিএব্রোড প্রোগ্রাম কোওর্ডিনেটর), ইফতেখার হাসান তমাল ও রাশেদুল হাসান রাহুল (স্পনসরস কোওর্ডিনেটর), ফারুক হোসাইন ও মোঃ মাহফুজ হোসাইন (প্রোজেক্ট এন্ড সাইন্স টিম) পদে মনোনীত করা হয় ।
প্রসঙ্গত, ইতিপূর্বে ২৪ আগস্ট বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর থেকে অনুমোদন পায় ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবি । দেশের অন্যতম কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন IAAS Bangladesh (ইয়াস বাংলাদেশ)।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

প্রকাশিত : ০৪:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) International Association of Students in Agricultural and Related Science  Bangladesh (IAAS Bangladesh) এর শাখা কমিটি IAAS Bangladesh BSMRSTU এর প্রথম কমিটির অনুমোদন দিয়েছে ইয়াস বাংলাদেশের (IAAS Bangladesh) কেন্দ্রীয় কমিটি ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবির ২০২০-২১ সেশনের কমিটির অনুমোদন দেয়া হয় । ইয়াস বাংলাদেশের লোকাল কমিটির  নিয়মানুযায়ী তিনটি বোর্ড সাজিয়ে ৩৩ জনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে । বোর্ডগুলোর ক্যাটারি
 যথাক্রমেঃ এক্সিকিউটিভ, কন্ট্রোল ও কোয়ালিটি বোর্ড ।
এক্সিকিউটিভ বোর্ডে মাহমুদুন্নবী সবুজ (প্রেসিডেন্ট), মোঃ মাসুম বিল্লাহ (ভাইস প্রেসিডেন্ট অফ এক্সচেঞ্জ কোওর্ডিনেটর), আব্দুল্লাহ আল ফাহিম (ভাইস প্রেসিডেন্ট অফ কমিউনিকেশন), মোঃ সাগর কাজী (ভাইস প্রেসিডেন্ট এক্সটারনাল রিলেশন) ও মোঃ মোস্তাফিজুর রহমান (ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স) পদে মনোনীত করা হয় ।
কন্ট্রোল বোর্ডে আবু শাহীন (হেড অফ কন্ট্রোল বোর্ড), মহিমা মাহবুব (ফাইন্যান্স অফিসার), মোঃ বাবর আলী ও আব্দুর রহমান’কে মেম্বারশিপ অফিসার হিসেবে মনোনীত করা হয় ।
এছাড়া কোয়ালিটি বোর্ডে মোঃ আমিনুল ইসলাম ও ইশতিয়াক আহমেদ (ডকুমেন্টেশন এসিস্ট্যান্ট),  মোঃ আব্দুল্লাহ আল কাফি ও শাকিল হোসাইন (এসিস্ট্যান্ট অফ এক্সচেঞ্জ কোওর্ডিনেটর), নূর মোহাম্মদ ফারুকী সিয়াম ও মাসুদ মিয়া (কন্টেন্ট ক্রিয়েটর), রিফাত নূর রাব্বি সাগর  ও আর এস মাহমুদ হাসান (এসিস্ট্যান্ট অফ এডিটরিয়াল সেক্রেটারি), মোঃ মাসুকুর রহমান ও আহসান উল্লাহ ( এসিস্ট্যান্ট অফ পার্টনারশিপ বিল্ডিং), মোঃ আল-আমিন ও রাশেদুজ্জামান (এসিস্ট্যান্ট অফ ভিপিসিএম), অচিন্ত বিশ্বাস ও শবনাজ মুসতারি (ইভেন্ট এনালিস্ট), শেফায়েদ নাসেরাত ও সাব্বির হোসেন (ক্রিয়েটিভ এন্ড মিডিয়া টিম), রাকিবুল ইসলাম জিহান ও শাহরিয়ার সজীব (ইন্টার্ন স্টুডেন্টস কোওর্ডিনেটর), সিমান্ত মালাকার ও মোহাম্মদ শামীম (স্টাডিএব্রোড প্রোগ্রাম কোওর্ডিনেটর), ইফতেখার হাসান তমাল ও রাশেদুল হাসান রাহুল (স্পনসরস কোওর্ডিনেটর), ফারুক হোসাইন ও মোঃ মাহফুজ হোসাইন (প্রোজেক্ট এন্ড সাইন্স টিম) পদে মনোনীত করা হয় ।
প্রসঙ্গত, ইতিপূর্বে ২৪ আগস্ট বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর থেকে অনুমোদন পায় ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবি । দেশের অন্যতম কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন IAAS Bangladesh (ইয়াস বাংলাদেশ)।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ