০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজেই করলেন আত্মহত্যা!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্ত ক্লারিকা এলাকায় দুই সন্তান ও স্ত্রীর বুকে গুলি চালিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মিখায়েল (৫২) নামের এক ব্যক্তি। পরে পুলিশ নিহতদের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিখায়েল একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের গাড়িচালকের কাজ করতেন। তার নিহত স্ত্রী এ্যামির বয়স ৪৭, মেয়ে ড্রিই ২০ ও ছেলে সিনের ১১ বছর। শুক্রবার স্থানীয়রা পুলিশকে ফোন করে তাদের মৃত্যুর খবর দেয়। খবর ডেইলি মেইলের।

খবরে আরো বলা হয়, উদ্ধার হওয়া প্রত্যেক লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। পুলিশ গিয়ে দেখতে পায়, পিস্তল দিয়ে গুলি চালানো হয় সেটি মিখায়েলের কাছেই পড়েছিল। মেয়ে ড্রিই এর ওপর পড়েছিল মায়ের লাশ।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজেই করলেন আত্মহত্যা!

প্রকাশিত : ১১:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্ত ক্লারিকা এলাকায় দুই সন্তান ও স্ত্রীর বুকে গুলি চালিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মিখায়েল (৫২) নামের এক ব্যক্তি। পরে পুলিশ নিহতদের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিখায়েল একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের গাড়িচালকের কাজ করতেন। তার নিহত স্ত্রী এ্যামির বয়স ৪৭, মেয়ে ড্রিই ২০ ও ছেলে সিনের ১১ বছর। শুক্রবার স্থানীয়রা পুলিশকে ফোন করে তাদের মৃত্যুর খবর দেয়। খবর ডেইলি মেইলের।

খবরে আরো বলা হয়, উদ্ধার হওয়া প্রত্যেক লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। পুলিশ গিয়ে দেখতে পায়, পিস্তল দিয়ে গুলি চালানো হয় সেটি মিখায়েলের কাছেই পড়েছিল। মেয়ে ড্রিই এর ওপর পড়েছিল মায়ের লাশ।