০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

অনুশীলন শুরু করছে চেন্নাই

ফাইল ছবি

করোনার প্রভাব কাটিয়ে অবশেষে আইপিএলের জন্য অনুশীলন শুরু করছে চেন্নাই সুপার কিংস। আইপিএল খেলতে গত ২১ আগস্ট আরব আমিরাতে গিয়েছে চেন্নাই। কিন্তু শুরু করতে পারেনি অনুশীলন। কেননা তাদের দলের ১২ জন সদস্য আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।

নিয়মানুযায়ী আমিরাতে গিয়ে ছয়দিন আইসোলেশনে থাকার পরই অনুশীলন শুরুর কথা ছিল দলগুলোর। যা শুরুও করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, মুম্বাই ইন্ডিয়ানসহ বাকি দলগুলো। কিন্তু নিজেদের দলে করোনাক্রান্ত থাকায় তা করতে পারেনি চেন্নাই।

অবশেষে আমিরাত গমনের পাক্কা দুই সপ্তাহ পর শুক্রবার থেকে শুরু হচ্ছে চেন্নাইয়ের অনুশীলন। স্বাভাবিকভাবেই এই অনুশীলন ক্যাম্পে নেই করোনাক্রান্ত ১২ সদস্যের কেউই। তারা রয়েছেন ১৪ দিনের আইসোলেশনে। তবে যারা অনুশীলনে যোগ দিচ্ছেন তাদের সবাইকে বাড়তি করোনা পরীক্ষা করিয়ে নেয়া হয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সাপোর্ট স্টাফসহ আমাদের দলের যারা প্রথমে করোনা নেগেটিভ ছিলেন, তারা আবারও পরীক্ষা নেগেটিভ প্রমাণিত হয়েছে। আমরা শুক্রবার অনুশীলন শুরু করে দেবো।’

তবে এই অনুশীলনে থাকতে পারবেন না দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ফাফ ডু প্লেসিস এবং লুঙ্গি এনগিডি। কেননা তারা ১ তারিখ পৌঁছেছেন আমিরাতে। বাইরে বের হয়ে দলের সঙ্গে যোগ দিতে অন্তত ৬ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ফাফ ও লুঙ্গিকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

অনুশীলন শুরু করছে চেন্নাই

প্রকাশিত : ০৩:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০

করোনার প্রভাব কাটিয়ে অবশেষে আইপিএলের জন্য অনুশীলন শুরু করছে চেন্নাই সুপার কিংস। আইপিএল খেলতে গত ২১ আগস্ট আরব আমিরাতে গিয়েছে চেন্নাই। কিন্তু শুরু করতে পারেনি অনুশীলন। কেননা তাদের দলের ১২ জন সদস্য আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।

নিয়মানুযায়ী আমিরাতে গিয়ে ছয়দিন আইসোলেশনে থাকার পরই অনুশীলন শুরুর কথা ছিল দলগুলোর। যা শুরুও করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, মুম্বাই ইন্ডিয়ানসহ বাকি দলগুলো। কিন্তু নিজেদের দলে করোনাক্রান্ত থাকায় তা করতে পারেনি চেন্নাই।

অবশেষে আমিরাত গমনের পাক্কা দুই সপ্তাহ পর শুক্রবার থেকে শুরু হচ্ছে চেন্নাইয়ের অনুশীলন। স্বাভাবিকভাবেই এই অনুশীলন ক্যাম্পে নেই করোনাক্রান্ত ১২ সদস্যের কেউই। তারা রয়েছেন ১৪ দিনের আইসোলেশনে। তবে যারা অনুশীলনে যোগ দিচ্ছেন তাদের সবাইকে বাড়তি করোনা পরীক্ষা করিয়ে নেয়া হয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সাপোর্ট স্টাফসহ আমাদের দলের যারা প্রথমে করোনা নেগেটিভ ছিলেন, তারা আবারও পরীক্ষা নেগেটিভ প্রমাণিত হয়েছে। আমরা শুক্রবার অনুশীলন শুরু করে দেবো।’

তবে এই অনুশীলনে থাকতে পারবেন না দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ফাফ ডু প্লেসিস এবং লুঙ্গি এনগিডি। কেননা তারা ১ তারিখ পৌঁছেছেন আমিরাতে। বাইরে বের হয়ে দলের সঙ্গে যোগ দিতে অন্তত ৬ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ফাফ ও লুঙ্গিকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার