যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ৫৮তলা বিশিষ্ট ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ম্যানহাটনের মিডটাউনে অবস্থিত ভবনটির ছাদে বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা কাউকে সরিয়ে নিতে হয়নি বলেও জানিয়েছে এনবিসি।
সোমবার এনবিসি নিউজ জানিয়েছে ভবনটির ছাদে আগুন লাগে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নিনির্বাপক দলের সদস্যরা।


























