০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ঐক্যবদ্ধ হচ্ছে কিন্ডারগার্টেন সংগঠনগুলো

করোনা মহামারিতে বিপর্যস্ত কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জন্য যথাক্রমে প্রণোদনা ও আর্থিক সহায়তা বরাদ্দের দাবী আদায়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রায় ২০ টি সংগঠনের এক যৌথ সভা তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।

এই যৌথ সভার সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ জানান, দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রণোদনা বা বিনা সুদে ঋণ ও প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিদের এককালিন আর্থিক সহায়তা প্রদানের দাবী আদায়ে আমরা ঐক্যবদ্ধ।

আমরা আশা করছি, দেশব্যাপী সক্রিয় প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিগণ এই যৌথ সভায় উপস্থিত থাকবেন এবং অধিকার আদায়ে সুচিন্তিত বক্তব্য রাখবেন। তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষকদের যৌক্তিক দাবীগুলো তুলে ধরবো।

তিনি আরো জানান, গণমাধ্যমের জন্য বেলা ১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের সিদ্ধান্তের আলোকে বক্তব্য উপস্থাপন করবেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় শতাধিক মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঐক্যবদ্ধ হচ্ছে কিন্ডারগার্টেন সংগঠনগুলো

প্রকাশিত : ০৯:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

করোনা মহামারিতে বিপর্যস্ত কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জন্য যথাক্রমে প্রণোদনা ও আর্থিক সহায়তা বরাদ্দের দাবী আদায়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনগুলো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রায় ২০ টি সংগঠনের এক যৌথ সভা তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।

এই যৌথ সভার সমন্বয়কারী সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ জানান, দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রণোদনা বা বিনা সুদে ঋণ ও প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিদের এককালিন আর্থিক সহায়তা প্রদানের দাবী আদায়ে আমরা ঐক্যবদ্ধ।

আমরা আশা করছি, দেশব্যাপী সক্রিয় প্রায় ২০টি সংগঠনের প্রতিনিধিগণ এই যৌথ সভায় উপস্থিত থাকবেন এবং অধিকার আদায়ে সুচিন্তিত বক্তব্য রাখবেন। তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কিন্ডারগার্টেন স্কুল ও শিক্ষকদের যৌক্তিক দাবীগুলো তুলে ধরবো।

তিনি আরো জানান, গণমাধ্যমের জন্য বেলা ১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের সিদ্ধান্তের আলোকে বক্তব্য উপস্থাপন করবেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ