রাজধানীর খিলগাঁও পূর্ব নন্দিপাড়া ছয় নম্বর গলির দুই ভবনের মাঝে ফাঁকা স্থান থেকে মাথাবিহীন এক ব্যক্তির (পুরুষ) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর। মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মৃতের পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট ও চামড়ার বেল্ট। এছাড়া আর কিছু পাওয়া যায়নি। লাশটি অনেকটা পচে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে আশপাশের লোকজন তা দেখতে পেয়ে থানাকে জানায়। আমরা তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় লাশ মর্গে পাঠানো হয়েছে।’
এসআই মানিক চন্দ্র সাহা বলেন, ‘আমাদের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত আসামিরা এই ব্যক্তির মাথা ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করেছে। এরপর মৃতদেহটি গোপন করার উদ্দেশ্যে এখানে ফেলে গেছে।’
তিনি বলেন, ‘মৃতের পরিচয় না পাওয়ায় ডিএনএ প্রোফাইলিং করার জন্য ফরেনসিক বিভাগের কাছে পাঠানো হয়েছে। পরিচয় নির্ণয়ের জন্য সিআইডি ক্রাইম সিন-এ ফিঙ্গার প্রিন্ট দেওয়াসহ প্রয়োজনীয় সবব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিজনেস বাংণাদেশ / শেখ


























