সৌদি আরবের জিজানের সামতাহ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট থেকে গতকাল ৮ জানুয়ারি সন্ধ্যায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত সাত বাংলাদেশি হলেন;
১) মোহাম্মদ ইডেন মিয়া, পাসপোর্ট নম্বর BJ 0232065, পিতা: সিরাজ মিয়া, গ্রাম বীরগাঁও, ওয়ার্ড ৮, থানা আলোকবালি, নরসিংদী সদর, নরসিংদী।
২) সফিকুল সিকদার, পাসপোর্ট নম্বর BP 0472853, পিতা: আবদুল হামিদ, গ্রাম: কস্তূরী পাড়া, উপজেলা: কালিহাতী, জেলা: টাঙ্গাইল।
৩) আমির, পাসপোর্ট নম্বর BH 0060807, পিতা: আবু মিয়া, গ্রাম: বাউসিয়া, করিমপুর, নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
৪) মোহাম্মদ দুলাল হোসাইন, পাসপোর্ট নম্বর BJ 0878623, পিতা: আকবর আলী, গ্রাম: বালকদি, শহীদনগর, উপজেলা: কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জ।
৫) মতিউর রহমান, পাসপোর্ট নম্বর AF 8297928, পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: ননেরটাক, ওয়ার্ড নম্বর ১, আনন্দবাজার, উপজেলা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
৬) আমিন মিয়া, পাসপোর্ট নম্বর BL 0318082, পিতা: রহিম মিয়া, গ্রাম: ডুবাইল, জামুর্কি, উপজেলা: দেলদুয়ার, জেলা: টাঙ্গাইল।
৭) জসিম উদ্দিন, পাসপোর্ট নম্বর BH 0294219, পিতা: আবুল কাশেম, গ্রাম: চরহাজীপুর, বিরাজপুর, উপজেলা: হোসেনপুর, কিশোরগঞ্জ।
বিজনেস বাংলাদেশ/০৯ জানুয়ারি ২০১৮/এফএ শোভন


























