রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভিসির মেয়াদ শেষ হওয়ায় কার্যক্রম অব্যাহত রাখতে রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে ভিসির রুটিন দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।
রুটিন দায়িত্বপ্রাপ্ত শেখ রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে নীতিগত সিদ্ধান্ত যেমন পদোন্নতি ব্যতীত সিদ্ধান্ত নিতে পারব। এখন সবাই বেতন-ভাতা তুলতে পারবে।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৪ আগস্ট শেকৃবির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হয়। ভিসি না থাকায় বেতন -ভাতা পায়নি শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীরা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























