০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পায়ে হেঁটে ১৫০ কি.মি পথ পরিভ্রমণ করবে জবির পাঁচ রোভার

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত পথ পরিভ্রমণের উদ্দেশ্য তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন।

রোভার স্কাউট এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবে।

জানা যায়,পাঁচ দিনব্যাপী পরিভ্রমণে রোভাররা শ্রীমঙ্গল থেকেরাজনগর,ফেঞ্চুগঞ্জ, সিলেট,জৈন্তাপুর হয়ে জাফলং পর্যন্ত পরিভ্রমণ করবেন। পাশাপাশি পরিভ্রমণ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান,শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন এবং গণমাধ্যম ব্যাক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে তারা।

পরিভ্রমণ চলাকালীন রোভাররা পাঁচটি সমাজ সচেতনতামূলক স্লোগান বহন করবে। এগুলো হচ্ছে- ” স্বাস্থ্যবিধি মেনে চলুন,কোভিড-১৯ মুক্ত থাকুন”, “মুজিববর্ষের আহবান, বেশি বেশি গাছ লাগান”, ” স্বেচ্ছায় করব রক্তদান,আমার রক্তে বাঁচবে প্রাণ”, “করবো মোরা ধূমপান বর্জন,গড়বো মোরা সুখের জীবন”, ” Scouts for creating a better world”।

রোভারদের পরিভ্রমণ উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর জবির রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার পরিভ্রমণকারী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উদ্ভোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর নিউটন হাওলাদার,সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রেজাউল হোসেইন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের লিডার ও সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার ইন-কাউন্সিলের সভাপতি মো. আহসান হাবীব ও অন্যান্য রোভারবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পায়ে হেঁটে ১৫০ কি.মি পথ পরিভ্রমণ করবে জবির পাঁচ রোভার

প্রকাশিত : ০১:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত পথ পরিভ্রমণের উদ্দেশ্য তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন।

রোভার স্কাউট এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবে।

জানা যায়,পাঁচ দিনব্যাপী পরিভ্রমণে রোভাররা শ্রীমঙ্গল থেকেরাজনগর,ফেঞ্চুগঞ্জ, সিলেট,জৈন্তাপুর হয়ে জাফলং পর্যন্ত পরিভ্রমণ করবেন। পাশাপাশি পরিভ্রমণ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান,শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন এবং গণমাধ্যম ব্যাক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে তারা।

পরিভ্রমণ চলাকালীন রোভাররা পাঁচটি সমাজ সচেতনতামূলক স্লোগান বহন করবে। এগুলো হচ্ছে- ” স্বাস্থ্যবিধি মেনে চলুন,কোভিড-১৯ মুক্ত থাকুন”, “মুজিববর্ষের আহবান, বেশি বেশি গাছ লাগান”, ” স্বেচ্ছায় করব রক্তদান,আমার রক্তে বাঁচবে প্রাণ”, “করবো মোরা ধূমপান বর্জন,গড়বো মোরা সুখের জীবন”, ” Scouts for creating a better world”।

রোভারদের পরিভ্রমণ উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর জবির রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার পরিভ্রমণকারী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উদ্ভোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর নিউটন হাওলাদার,সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রেজাউল হোসেইন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের লিডার ও সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার ইন-কাউন্সিলের সভাপতি মো. আহসান হাবীব ও অন্যান্য রোভারবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর