সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফার্মেসি বিভাগের উদ্যােগে ভিন্ন আঙ্গিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২০ পালিত হয়েছে। ‘Transformation Global Health’ প্রতিপাদ্যে ভার্চুয়ালি দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভার্চুয়াল ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: পীযুষ সাহা। তিনি বক্তব্যে ফার্মেসী পেশার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ দিক, নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।
ফার্মেসী বিভাগের শিক্ষিকা তানিয়া আহমেদ তন্বীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোজিনা পারুল। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই ভার্চুয়াল সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, সারাবিশ্বে দিবসটি পালন করা হলেও বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানই ২০১৪ সালের আগে এই দিবসটি পালন করেনি। ২০১৪ সালে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো ‘এক্সেস টু ফার্মাসিস্ট ইজ এক্সেস টু হেলথ’ প্রতিপাদ্যে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালন করা হয়েছিল।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























