প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী পালন করে তারা। পরে সেখানেই নানা স্লোগানে কিছুক্ষণ আনন্দ মিছিল করেন তারা।
এরপর শেখ হাসিনা হলের সামনে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে, দোয়ার আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলম শেখ, নাটক ও নাট্যবিতর্ক বিষয়ক সম্পাদক রতন বিশ্বাস, বায়েজিদ রানা কলিংস, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ও আকলিমা আক্তার এশা, উপ-দপ্তর সম্পাদক মাইনুল হুসাইন রাজন, সহ-সম্পাদক সোহেল, শেখ হাসিনা হলের সভাপতি আমরিন তৃষা, উপ-আন্তর্জাতিক সম্পাদক ইসমাইল হোসেন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান শাওন, সহ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লিটন, উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুল আলম এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক আরিফ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালীন সময়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান সকলের উদ্দেশ্যে বলেন, “ এদেশের উন্নয়নে মাননীয় নেত্রী কাজ করে যাচ্ছেন, নেত্রী দেশের উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করেছেন, নেত্রীর জন্মদিনে আমরা শপথ নিচ্ছি যে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ও নেত্রীর পদচারণায় আমরা নেত্রীর পাশে থাকব এবং দেশের সকল নাগরিকেরও উচিৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নেত্রীর পাশে থাকা ।”
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ


























