দেশব্যাপী অব্যাহত যৌন হয়রানি, ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর ) দুপুর ৩ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‘ধর্ষকের উল্লাস ধর্ষিতার কান্না, মেনে নেব আর না’, ‘স্বাধীন দেশে ধর্ষনের ভয়ে ঘরে রই, এই স্বাধীনতার মূল্য কই?’ ‘কেউ ধর্ষক, কেউ দর্শক রাষ্ট্রের তাতে কি আসে যায়,আমাদের শুধু পোস্টার হাতে দাঁড়িয়ে থাকার দায়।’, ‘ধর্ষণের একমাত্র শাস্তি জনসম্মুখে ফাঁসি চাই’, ‘ধর্ষকের বিচারে এত মায়া কেন?’ সম্বলিত ব্যানার বহন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে মোহাইমিনুল ইসলাম বলেন, “গত তিন বছরে আমাদের দেশে ৩০৯৩ জন নারী ও শিশু ধর্ষনের শিকার হয়েছে।শুধুমাত্র এই মাসেই ৫৯ জন ধর্ষিত হয়েছে। একটি স্বাধীন দেশে এটা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব না। আমাদের কারো মা-বোন নিরাপদ না এই পরিস্থিতিতে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ধর্ষনের মত জঘন্য অপরাধের একমাত্র শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদন্ড। অনতিবিলম্বে সকল ধর্ষনের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সর্বস্তরের মানুষকে ধর্ষনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নাহলে আগামীকাল আমার, আপনার আপনজন ধর্ষনের স্বীকার হবে।”
উল্লেখ্য, গত কয়েকদিনে আদিবাসীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও গণধর্ষণের প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ সমাবেশ ও মানববন্ধন করে আসছে রাজনৈতিক, অরাজনৈতিক ও বিভিন্ন সচেতন নাগরিকমহল।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























