চলমান করোনা মহামারীরর কারণে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এপ্রিল-২০২০ সেমিস্টারের টিউশন ফির ২০% মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে শিক্ষার্থীদের চলতি সেমিস্টারের টিউশন ফির ২০% মওকুফ করা হলো। যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে চলতি সেমিস্টারের টাকা পরিশোধ করেছেন তাদের টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে।
এতে আরও জানানো হয়, শিক্ষার্থীরা উপরোল্লিখিত সুবিধা ব্যতিত চলতি সেমিস্টারের অন্য কোনো আর্থিক সুবিধা প্রাপ্ত হবে না৷
প্রসঙ্গত, অনলাইনে চলমান সেমিস্টারের ফি ২৫% মওকুফের দাবিতে বিবৃতি দিয়েছিল গণ বিশ্ববিদ্যালয়ের ৮টি সংগঠন। এতে শিক্ষার্থীদের করোনাকালীন নানা অসুবিধা জানিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদকে বিষয়টি সমাধানের আহ্বান জানান তারা।
তারই প্রেক্ষিতে শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে সেমিস্টারের টিউশন ফির ২০% মওকুফ করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























