০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

অভিষেক করছেন আমিরপুত্র জুনাইদ

বলিউডে পা রাখতে চলেছেন আরও এক তারকা সন্তান, আমির খানের ছেলে জুনাইদ খান। বাবা যখন বলিউড সুপারস্টার, তখন ছেলের অভিষেকও যে বড়সড় আকারেই হবে, এমন ধারণা করছে সবাই।

যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিষেক করবেন জুনাইদ। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন।

বড় পর্দায় আসার আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনাইদ, নিজেকে তৈরি করেছেন পর্দার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে খামতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

অভিষেক করছেন আমিরপুত্র জুনাইদ

প্রকাশিত : ১২:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০

বলিউডে পা রাখতে চলেছেন আরও এক তারকা সন্তান, আমির খানের ছেলে জুনাইদ খান। বাবা যখন বলিউড সুপারস্টার, তখন ছেলের অভিষেকও যে বড়সড় আকারেই হবে, এমন ধারণা করছে সবাই।

যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিষেক করবেন জুনাইদ। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন।

বড় পর্দায় আসার আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনাইদ, নিজেকে তৈরি করেছেন পর্দার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে খামতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার