ওয়ান সার্কেল ওয়েলফেয়ার অরগানাইজেসন এর পক্ষ থেকে রাজধানীর একটি মাদ্রাসায় শিশু সুরক্ষা কর্মশালা এবং মাস্ক বিতরণ কার্যক্রম এর আয়োজন করা হয়। বৃহস্পতিবার, ২৯ শে অক্টোবর এই কর্মশালা সকাল১১ টা – ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় যেখানে মাদ্রাসার প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালার পরে শিশুদের মাঝে ডার্ড গ্রুপ এর পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয় এবং ওয়ান সার্কেলের পক্ষ থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয়
কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান সার্কেল ওয়েলফেয়ার অরগানাইজেসন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারিন দৌলা।
ক্যাম্পেইনে অংশ নিয়ে ওয়ান সার্কেল ওয়েলফেয়ার অরগানাইজেসন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারিন দৌলা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে আমাদের সকলের ঐকবদ্ধভাবে কাজ করতে হবে এবং সবার সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ বজলুল হক বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ করে তুলতে হবে
সমাজের শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরি করাই এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























