০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

‘পুরুষ নামের কলঙ্ক আজ, নারীর গায়ে হাত তুলিস’

‘পুরুষ নামের কলঙ্ক আজ/ নারীর গায়ে হাত তুলিস/ তোরা আবার বড়াই করে নিজেকে পুরুষ বলিস’—এমন কথার গানে ঠোঁট মিলিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ধর্ষণের বিরুদ্ধে গানে গানে এভাবে প্রতিবাদ করেছেন শাকিব। গানটি দেখা যাবে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমায়। মুক্তির আগে গানটির টিজার প্রকাশ করা হয়েছে।

‘পুরুষ নামের কলঙ্ক আজ, নারীর গায়ে হাত তুলিস’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ‘গলিবয়’ খ্যাত তাবিব মাহমুদ ও দোলন মৈনাক। সুর ও সংগীতায়োজন করেছেন দোলন মৈনাক। এতে কণ্ঠ দিয়েছেন সম্প্রীত দত্ত।

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।

চলতি মাসের শেষের দিকে ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে। দেখা যাবে আই থিয়েটার নামে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :

ক্ষুদে মেসির  দায়িত্ব নিলেন তারেক রহমান

‘পুরুষ নামের কলঙ্ক আজ, নারীর গায়ে হাত তুলিস’

প্রকাশিত : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

‘পুরুষ নামের কলঙ্ক আজ/ নারীর গায়ে হাত তুলিস/ তোরা আবার বড়াই করে নিজেকে পুরুষ বলিস’—এমন কথার গানে ঠোঁট মিলিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ধর্ষণের বিরুদ্ধে গানে গানে এভাবে প্রতিবাদ করেছেন শাকিব। গানটি দেখা যাবে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমায়। মুক্তির আগে গানটির টিজার প্রকাশ করা হয়েছে।

‘পুরুষ নামের কলঙ্ক আজ, নারীর গায়ে হাত তুলিস’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন ‘গলিবয়’ খ্যাত তাবিব মাহমুদ ও দোলন মৈনাক। সুর ও সংগীতায়োজন করেছেন দোলন মৈনাক। এতে কণ্ঠ দিয়েছেন সম্প্রীত দত্ত।

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহি ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।

চলতি মাসের শেষের দিকে ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে। দেখা যাবে আই থিয়েটার নামে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত