১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

মেসিকে ছাড়াই জয় বার্সার

লিওনেল মেসিকে ছাড়াই ডায়নামো কিয়েভের মাঠ থেকে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে চানা চতুর্থ জয়ে রোনালদো কোম্যানের শিষ্যরা নিশ্চিত করেছে সেরা ষোলোয় খেলাও।

মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ডায়নামোর মাঠে আতিথ্য নিয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। মার্টিন ব্র্যাথওয়েট দুটি ও সার্জিও ডেস্ত, অ্যান্টনিও গ্রিজম্যান একটি করে গোল করেছেন।

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি কাটিয়ে ফিরে ম্যাচের ৫২ মিনিটে খাতা খোলে বার্সা। তরুণ পেদ্রির ক্রসে পাওয়া বল ব্র্যাথওয়েটের পা ঘুরে যায় ডেস্তের কাছে। মার্কিন ডিফেন্ডার গোল আনতে ভুল করেননি।
ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাথওয়েট। ডেনিশ ফরোয়ার্ড এ মৌসুমে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমেছিলেন। ৭০ মিনিটে স্পটকিকে নিজের দ্বিতীয় গোলটি আনেন ব্র্যাথওয়েট।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বড় জয় নিশ্চিত করেন গ্রিজম্যান। ফরাসি ফরোয়ার্ডকে বলের যোগানদাতা ছিলেন জর্ডি আলবা।

টানা চতুর্থ জয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে শক্তপোক্ত অবস্থায় বার্সা। পাশে পয়েন্ট ১২। ডানামোর পয়েন্ট ১।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

মেসিকে ছাড়াই জয় বার্সার

প্রকাশিত : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০

লিওনেল মেসিকে ছাড়াই ডায়নামো কিয়েভের মাঠ থেকে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে চানা চতুর্থ জয়ে রোনালদো কোম্যানের শিষ্যরা নিশ্চিত করেছে সেরা ষোলোয় খেলাও।

মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ডায়নামোর মাঠে আতিথ্য নিয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। মার্টিন ব্র্যাথওয়েট দুটি ও সার্জিও ডেস্ত, অ্যান্টনিও গ্রিজম্যান একটি করে গোল করেছেন।

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি কাটিয়ে ফিরে ম্যাচের ৫২ মিনিটে খাতা খোলে বার্সা। তরুণ পেদ্রির ক্রসে পাওয়া বল ব্র্যাথওয়েটের পা ঘুরে যায় ডেস্তের কাছে। মার্কিন ডিফেন্ডার গোল আনতে ভুল করেননি।
ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাথওয়েট। ডেনিশ ফরোয়ার্ড এ মৌসুমে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমেছিলেন। ৭০ মিনিটে স্পটকিকে নিজের দ্বিতীয় গোলটি আনেন ব্র্যাথওয়েট।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বড় জয় নিশ্চিত করেন গ্রিজম্যান। ফরাসি ফরোয়ার্ডকে বলের যোগানদাতা ছিলেন জর্ডি আলবা।

টানা চতুর্থ জয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে শক্তপোক্ত অবস্থায় বার্সা। পাশে পয়েন্ট ১২। ডানামোর পয়েন্ট ১।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার