হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের পরীক্ষার দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে ক্যাম্পাসের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এনিয়ে সিএসই অনুষদের শিক্ষার্থী মাহমুদুল হাসান মুন বলেন” আমাদের ফাইনাল পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে অনিশ্চিত হয়ে গেছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও আমাদের প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অনেকবার আন্দোলনের পরেও প্রশাসনের সিদ্ধান্তহীনতায় আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আবুল কাসেমের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে উপাচার্যের মুঠোফোনে এ ব্যাপারে জানতে চেয়ে ক্ষুদে বার্তা পাঠানো হলেও এই প্রতিবেদন লিখা পর্যন্ত কোন প্রতিউত্তর পাওয়া যায় নি।
উল্লেখ্য প্রশাসনিক ভবনে তালা,উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করাসহ একই দাবিতে ধারাবাহিকভবে আন্দোলন করে আসছে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।তবে এর আগে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও এখন পর্যন্ত কোন ভূমিকা গ্রহণ না করায় রাজপথে নামে শিক্ষার্থীরা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























