০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় ৩০ নিরাপত্তা কর্মী নিহত

আফগান সেনাবাহিনী। ফাইল ছবি

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় অনন্ত ৩০ নিরপত্তা কর্মী নিহত হয়েছেন। রোববার দেশটির মধ্যপ্রদেশ গজনিতে এ হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের পরিমাণ বাড়তে পারে। খবর-রয়টার্সের।

গাজনি প্রাদেশিক হাসপাতালেরর পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেন, সেখানে থেকে ৩০টি মৃতদেহ ও ২৪ জনকে আহত অবস্থায় তাদের হাসপাতলে আনা হয়েছে। হতাহত সবাই নিরাপত্তা কর্মী।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তা বাহিনীর একটি শাখা।

গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় ৩০ নিরাপত্তা কর্মী নিহত

প্রকাশিত : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় অনন্ত ৩০ নিরপত্তা কর্মী নিহত হয়েছেন। রোববার দেশটির মধ্যপ্রদেশ গজনিতে এ হামলার ঘটনা ঘটে। তবে হতাহতের পরিমাণ বাড়তে পারে। খবর-রয়টার্সের।

গাজনি প্রাদেশিক হাসপাতালেরর পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেন, সেখানে থেকে ৩০টি মৃতদেহ ও ২৪ জনকে আহত অবস্থায় তাদের হাসপাতলে আনা হয়েছে। হতাহত সবাই নিরাপত্তা কর্মী।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তা বাহিনীর একটি শাখা।

গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।