কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) করোনা মহামারির মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার উদ্যোগে অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে।
দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও ১২টি স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভোক্তা অধিকার সচেতনতা ও বিশ্বে নতুন উদ্যোক্তার চাহিদা’ শীর্ষক এই অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুম অ্যাপের মাধ্যমে অনলাইন আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান।
একই সাথে সভায় প্রধান আলোচক ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর পরিচালক ও কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার তারা আলোচনায় বলেন, সচেতন ভোক্তা মানেই স্বাচ্ছন্দে কেনাকাটা । এ সময় তিনি সকল তরুণদের ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক পরামর্শ প্রদান করেন ।
সভায় বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান শুভ্র। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আদীব রাহেমান।
উল্লেখ্য, বর্তমানে প্রায় সব ধরণের খাদ্যপণ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। ফলে দেশে ক্যান্সার, কিডনি ও লিভার রোগসহ নানা রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সংগঠন এই অবস্থাকে ‘নীরব গণহত্যা’ ও অসুস্থতার ‘নীরব মহামারি’ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া প্রায় সবক্ষেত্রেই ভোক্তারা নানা রকম হয়রানি, প্রতারণা বা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু ভোক্তা স্বার্থের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জোরালো ভূমিকা রাখছে না। এই পরিপ্রেক্ষিতে ২০১৪ সাল থেকে ‘কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)’ ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনেকে চাকরি চলে যাওয়ায় যেমন বেকারত্বে সৃষ্টি হয়েছে তেমনি নতুন নতুন উদ্যোক্তারও সৃষ্টি হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























