রাজধানীর মতিঝিল সিটি সেন্টার ভবনের সামনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এসআই সুজন কুমার জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে খবর পাই সিটি সেন্টারের সামনের রাস্তায় একটি মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করি।
এসআই আরো জানান, ধারণা করা হচ্ছে ওই যুবক সিটি সেন্টার ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এখনো তার পরিচয় মেলেনি। গত রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























