করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দীনের (৬৩) মৃত্যু হয়েছে।
শনিবার রাত পৌনে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. ফরিদ উদ্দীন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার উদ্দীন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দু’দিন আগে খুমেকের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।
তার মৃত্যুতে খুলনার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


























