ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আফরোজা সুলতানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বিসিএস ১৩তম ব্যাচের শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।
অধ্যাপক আফরোজা সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ইমন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৭ টা ১৫ মিনিটে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ব্রেন হেমারেজ সংক্রান্ত জটিলতায় সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
অধ্যাপক আফরোজা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. টি. এম. মইনুল হোসেন।
শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আফরোজা সুলতানা আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ও সুমিষ্টভাষী ছিলেন। তার এই অকাল প্রয়ান আমাদের শিক্ষা পরিবারের জন্য বিরাট এক ক্ষতি। আমি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
এছাড়া তার মৃত্যুতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের পাটোয়ারি, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে।

























