স্প্যানিশ আর ইংলিশ মিডিয়া নিয়ে বেশ দুর্নাম রয়েছে। এরা তিলকে তাল বানাতে বেশ পটু। দড়ি না ছেড়া পর্যন্ত টানাই এদের কাজ। যেমন নেইমারে দল-বদল, রিয়ালে ক্রিশ্চিয়ানোর থাকা না থাকা নিয়ে কম জল ঘোলা করেনি। যতসব আজগুবি তথ্যকে টেনে-হিঁচড়ে বড় করাই যেন এদের লক্ষ্য। যদিও ‘যেখানে কিছু রটে সেখানেই কিছু ঘটে’ প্রবাদে বিশ্বাসী আমরা। তাই হয়তো আজগুবি তথ্যগুলোও অনেকসময় সঠিক মনে হয়।
স্প্যানিশ মিডিয়ার খবর, বেতন-ভাতা না বাড়ানোর কারণে রিয়াল ছাড়ছেন রোনালদো। আবার নেইমারকে খুব করে চাইছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু ক্রীড়া দৈনিক এএস-এর ফুটবল লেখক মানু সেইঞ্জ বলছেন ভিন্ন কথা। জানালেন, যদি রিয়াল নেইমারকে দলে টানতে পারে তবে রোনালদোকে বিক্রি করবে তারা।
গত আগস্টে দলবদলে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার চুক্তিতে নেইমারকে দলে ভিড়ায় পিএসজি। তাই তাকে মোটেও ছাড়তে চাইবে না ক্লাবটি। পেরেজ তাই পিএসজির মালিক-সভাপতি নাসের আল খেলাইফিকে বশে আনার সুযোগ খুঁজছেন। যার অন্যতম কৌশলটি হলো রোনালদোর নামটি জুড়ে দেওয়া। কারণ পেরেজ ভালো করেই জানে খেলাইফি কতটা পাগল রোনালদোর জন্য। বেশ কয়েকবার পতুর্গিজ তারকাকে ক্লাবে টানার চেষ্টাও চালিয়েছেন তিনি। কিন্তু কাজ হয়নি। পেরেজ সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছেন এবার। নেইমারকে বিক্রির বিষয়ে অনুপ্রাণিত করতে রোনালদোকে দেওয়ার পরিকল্পনাই করছেন।
যদি এসবে ব্যর্থ হয় আর নেইমার যদি রিয়ালে না আসে তবে পেরেজ ঠিকই রোনালদোর সব চাওয়া পাওনা পূরণ করে দেবেন। তাই বলাই যেতে পারে নেইমারের চাওয়া-পাওয়াতে নির্ভর করছে রোনালদোর ভাগ্য। ঠিক এমনটাই দাবি মানু সেইঞ্জ-এর।


























