০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

রাজৈরে যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

মাদারীপুর জেলার রাজৈরে পারভেজ নামক (২২) এক যুবকের রহস্যজনক মুত্যু হয়েছে । পরিবারের অভিযোগ তাকে গলায় রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে । শুক্রবার দিবাগত রাত ৪টার সময় পারভেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায়, তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে । নিহত পারভেজ হাওলাদার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাচাবালি গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে । শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাচাবালি গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে নেশাখোর পারভেজ হাওলাদারের (২২) সাথে এলাকার রিয়াদসহ কয়েক নেশাখোর যুবকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দির্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। গত(২৪/১২/২০২০) বৃহস্পতিবার সকালে পারভেজ স্থানীয় কবিরাজপুর বাজারে গেলে রিয়াদ সহ কয়েক যুবক তাকে গলায় গামছা পেচিয়ে বাজারের পারশ্বতী পানের বরজের কাছে নিয়ে মারধোর করে। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায় । এ ঘটনায় শনিবার সকালে এক শালিস মিমাংসার কথা ছিলো ।
শুক্রবার দিবাগত রাত ৪টা দিকে পরিবারের লোকজন পারভেজকে হাসপাতালে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানায়, পারভেজকে মৃত অবস্থায় তার পরিবার হাসপাতালে নিয়ে আসলে, দেখে আমি পুলিশকে অবহিত করি ।
নিহত পারভেজ হাওলাদারের পিতা সরোয়ার হাওলাদার জানায়, দুস্কৃতিকারীরা আমার ছেলেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে ঘরের দুয়ারে রেখে গেছে । আমি মামলা করবো ।

ওসি শেখ সাদিক জানায়, মৃত্যুর সঠিক উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছি শনিবার । লাশের বা হাতে ব্লেডের অসংখ্য আচঁর ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে । ময়না তদন্তের রির্পোট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে ।
এদিকে পারভেজের মুত্যু হত্যা না আত্নহত্যা এনিয়ে এলাকায় বেশ কানা ঘুষা চলছে। কেউ বলেছে পূর্ব শত্রুতার জেরে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আবার কেউ বলেছে পারভেজ আত্মহত্যা করেছে। তবে পারভেজের মৃত্য হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের ধ্রুম্যজাল সৃষ্টি হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

রাজৈরে যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

প্রকাশিত : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

মাদারীপুর জেলার রাজৈরে পারভেজ নামক (২২) এক যুবকের রহস্যজনক মুত্যু হয়েছে । পরিবারের অভিযোগ তাকে গলায় রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে । শুক্রবার দিবাগত রাত ৪টার সময় পারভেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায়, তাকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে । নিহত পারভেজ হাওলাদার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাচাবালি গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে । শনিবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাচাবালি গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে নেশাখোর পারভেজ হাওলাদারের (২২) সাথে এলাকার রিয়াদসহ কয়েক নেশাখোর যুবকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দির্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। গত(২৪/১২/২০২০) বৃহস্পতিবার সকালে পারভেজ স্থানীয় কবিরাজপুর বাজারে গেলে রিয়াদ সহ কয়েক যুবক তাকে গলায় গামছা পেচিয়ে বাজারের পারশ্বতী পানের বরজের কাছে নিয়ে মারধোর করে। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায় । এ ঘটনায় শনিবার সকালে এক শালিস মিমাংসার কথা ছিলো ।
শুক্রবার দিবাগত রাত ৪টা দিকে পরিবারের লোকজন পারভেজকে হাসপাতালে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জানায়, পারভেজকে মৃত অবস্থায় তার পরিবার হাসপাতালে নিয়ে আসলে, দেখে আমি পুলিশকে অবহিত করি ।
নিহত পারভেজ হাওলাদারের পিতা সরোয়ার হাওলাদার জানায়, দুস্কৃতিকারীরা আমার ছেলেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে ঘরের দুয়ারে রেখে গেছে । আমি মামলা করবো ।

ওসি শেখ সাদিক জানায়, মৃত্যুর সঠিক উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছি শনিবার । লাশের বা হাতে ব্লেডের অসংখ্য আচঁর ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে । ময়না তদন্তের রির্পোট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে ।
এদিকে পারভেজের মুত্যু হত্যা না আত্নহত্যা এনিয়ে এলাকায় বেশ কানা ঘুষা চলছে। কেউ বলেছে পূর্ব শত্রুতার জেরে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আবার কেউ বলেছে পারভেজ আত্মহত্যা করেছে। তবে পারভেজের মৃত্য হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের ধ্রুম্যজাল সৃষ্টি হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ