আমাদের যে অনুষদীয় বিল্ডিং আছে সেগুলো থাকবে। এছাড়া নতুন আরো ৬ টি নান্দনিক অনুষদীয় বিল্ডিং করা হবে। যেখানে শিক্ষার্থীরা পাবে এক মনোরম পরিবেশ। শীতের সময় যেনো পর্যাপ্ত আলো এবং গরমে বায়ু প্রবাহ বিদ্যমান থাকে এমন করে বিল্ডিংয়ের অবকাঠামো তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করছি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি ও পরিবেশনে দক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত ৯ দিনব্যাপী ‘ ট্রেনিং অন পেনডেমিক প্রিয়ড জার্নালিজম অ্যান্ড ফিউচার এগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণ (ভার্চুয়াল) কর্মশালার প্রশিক্ষক হিসেবে এসে সোমবার এসব কথা বলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিনি-কনফারেন্স রুমকে আরো উন্নত করা হবে। সে জন্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা সবাই সেখানে বসে চা, কফি, বার্গার, খেতে পারবে। এছাড়া একটি মঞ্চ তৈরি করা হবে। যেখানে শিক্ষক- শিক্ষার্থীরা ক্লাসের ফাকেঁ-ফাঁকে এসে সাংস্কৃতিক চর্চা করতে পারবে।
শিক্ষার্থীদের চাকরির জন্যে বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট কোম্পানিগুলোকে নিয়ে প্রত্যেক বছর একটি করে জব ফেয়ারের অয়োজন করার হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এটি করা হবে। যেখানে কোম্পানিগুলো তাদের পছন্দমতো প্রার্থী বাছাই করে নিবে।
এবারে করোনার কারণে এ প্রশিক্ষণটি অনলাইন জুম এপ্লিকেশনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ও ইন্টারডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস) উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত ১৬ জন ক্যাম্পাস প্রতিনিধি এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।
প্রশিক্ষক হিসেবে আরো থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পানডে, কালের কন্ঠের জাহেদ রুবেল, প্রথম আলোর পার্থ সংকর সাহা, যমুনা টেলিভিশনের মহশীন উল হাকিম, বাংলা ট্রিবিউনের ফাতেমা আবেদিন নাজলা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























