০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে মেইঞ্জকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।

এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বায়ার্ন। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে লাইপজিগ।

প্রথমার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চমকে দেয় মেইঞ্জের জোনাথন বার্ককার্ড এবং আলেক্সান্দার হাকের গোল। তবে বিরতির পর স্বরূপে ফিরে বায়ার্ন।
লেভার পাস থেকে ৫০তম মিনিটে জশুয়া কিমিচ ব্যবধান কমান। এর পাঁচ মিনিট পর কিমিচের পাস থেকে বায়ার্নকে সমতায় ফেরান লেরয় সানে। এরপর বদলি হিসেবে নেমে নিকলাস সুলের গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। ৭৬ ও ৮৩তম মিনিটে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন লেভা। পোলিশ স্ট্রাইকার শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।

এই নিয়ে ১২ ম্যাচ অপরাজিত বায়ার্ন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ার্ন

প্রকাশিত : ০৫:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে মেইঞ্জকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।

এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বায়ার্ন। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে লাইপজিগ।

প্রথমার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চমকে দেয় মেইঞ্জের জোনাথন বার্ককার্ড এবং আলেক্সান্দার হাকের গোল। তবে বিরতির পর স্বরূপে ফিরে বায়ার্ন।
লেভার পাস থেকে ৫০তম মিনিটে জশুয়া কিমিচ ব্যবধান কমান। এর পাঁচ মিনিট পর কিমিচের পাস থেকে বায়ার্নকে সমতায় ফেরান লেরয় সানে। এরপর বদলি হিসেবে নেমে নিকলাস সুলের গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। ৭৬ ও ৮৩তম মিনিটে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন লেভা। পোলিশ স্ট্রাইকার শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।

এই নিয়ে ১২ ম্যাচ অপরাজিত বায়ার্ন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার