আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাস্টার্স প্রথম সেমিস্টারের ফল প্রকাশ করে পরবর্তী সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আয়োজন করাসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
সোমবার (৪ জানুয়ারি) দুপুর থেকে ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে তালা দিয়ে কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ৯ বছরেও শিক্ষাজীবন শেষ না হওয়ায় হতাশ তারা। শিক্ষকদের গ্রুপিং, রেষারেষি এবং অন্তঃকোন্দলের কারণে চার বছর সেশন জটে থাকায় চাকরির বয়স প্রায়ই শেষের পথে।
এর আগে গত সোমবার বেশকিছু দাবি নিয়ে প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করলে ৭ দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাসে সাময়িক ভাবে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন দাবী শিক্ষার্থীদের।
এদিকে বিভাগের বিভাগীয় প্রধান ক্যাম্পাসে না আসায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















